TRP বড় চমক! জগদ্ধাত্রীকে হারিয়ে জিতে গেল ‘নিম ফুলের মধু’, বাজিমাত করল কোন গোপনে-কথা-অনুরাগের ছোঁয়া

TRP

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের TRP। এবার টিআরপিতে বড় চমক। জগদ্ধাত্রী ধারাবাহিককে হারিয়ে এবার শীর্ষস্থান ছিনিয়ে নিল ‘নিম ফুলের মধু’। অন্যরকম গল্প দেখিয়ে বাংলার টপার স্থান দখল করল পর্ণা-সৃজন।

এদিকে শ্বেতা ভট্টাচার্যের নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’, ভালো নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করল। TRP-র তালিকায় বাজিমাত করল ‘কথা’ ধারাবাহিক। এক লাফে পঞ্চম স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।

‘অনুরাগের ছোঁয়া’ ফের স্লট লিড করল। সপ্তম স্থানে উঠে এলো এই ধারাবাহিক। সূর্য-দীপার ট্র্যাক আসতেই ফের বাড়ল নম্বর। এদিকে আলোর কোলে ধারাবাহিক এক থেকে দশের ঘরে চলে এলো।

চলতি সপ্তাহে ৮.৭ নম্বর নিয়ে টিআরপির প্রথম স্থান দখল করল ‘নিম ফুলের মধু’, দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগধাত্রী’ ধারাবাহিক, তার প্রাপ্ত নম্বর ৮.৬। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি (৮.৩)। ৭.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থান দখল গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে। ৭.২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে কথা।

প্রথম – নিম ফুলের মধু (৮.৭)

দ্বিতীয় – জগধাত্রী (৮.৬)

তৃতীয় – ফুলকি (৮.৩)

চতুর্থ – গীতা LLB । কোন গোপনে (৭.৮)

পঞ্চম – কথা (৭.২)

ষষ্ঠ – কার কাছে কই মনের কথা (৬.৮

সপ্তম – অনুরাগের ছোয়া (৬.৫)

অষ্টম – সন্ধ্যাতারা (৬.৪)

নবম – আলোর কোলে (৫.৯)

দশম – তোমাদের রাণী (৫.৭)