শুধু স্টার কিড বলে না, তারকা সন্তানদের মধ্যেই অনেকেই আছে যারা নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকা পক্ত জায়গা করেছেন। এবার সেই তালিকায় তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বছরের শুরুতেই স্টুডিওপাড়া সরগরম। এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ।
ইন্ডাস্ট্রিতে জোর চর্চা, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির হাত ধরে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর ব্যানারেই নাকি প্রথম ডেবিউ করবেন প্রসেনজিৎ-অর্পিতা পুত্র ‘মিশুক’।
দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ভুগুন’ ছবির মাধ্যমে প্রথমবার নায়ক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সিনেমায় তৃষাণজিৎ এর বিপরীতে অভিনয় করবেন আর্যা রায়। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকে তাহলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে মিশুকের প্রথম ছবির কাজ।
ইউরোপে স্কুলজীবন কেটেছে মিশুকের। তার পর দেশে ফেরেন তিনি। স্নাতক ডিগ্রি পেয়েছেন ইতিমধ্যেই। ফুটবল অন্তর প্রাণ তার। ইউরোপে থাকাকালীন নিয়মিত খেলতেন। এর আগে সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছিলেন, মিশুকের যে অভিনয় জগৎ নিয়ে একেবারেই চিন্তাভাবনা নেই, তা নয়। তবে, পড়াশোনা শেষ না করে কর্মজীবন শুরু করবেন না।

