চলে এলো তৃণা সাহার নতুন ধারাবাহিক ‘পরশুরাম’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

পরশুরাম

কিছুদিন আগেই আপনাদের জানানো হয়েছিল নতুন সিরিয়াল আবার পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী তৃণা সাহা। বিপরীতে রাশি ধারাবাহিকের খ্যাত নায়ক ইন্দ্রজিৎ বোস। নিঃসন্দেহ এটি ভালো জুটি হতে চলেছে পর্দায়।

অবশেষে চলে এলো ধারাবাহিকের প্রোমো। স্টার জলসার ইউটিউব পেজে সেই প্রোমো প্রকাশ পেয়েছে। দর্শকদের জন্য একেবারে অন্যরকম গল্প নিয়ে হাজির হল জলসা। সিরিয়ালের নাম  ‘আজকের নায়ক- পরশুরাম’।

পুরাণে যেমন  কলিযুগের পাপের বিনাশ করতে পরশুরামের আগমন ঘটে মর্ত্যে। পরশুরাম হল বিষ্ণুর আরেক অবতার। সেই হিসাবেই ধারাবাহিকের নামকরণ করা হয়েছে।

প্রথম প্রোমো অনুযায়ী, নায়ক ছাতা এবং অন্য হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজারে আসে। পরনে লুঙ্গি। বাজারে এসে ইলিশ মাছের দামাদামি করে। এদিকে তার গিন্নি ফোন করে তেজপাতা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেন। এরপর দেখা যায় গুণ্ডাদের সাথে মারপিট করে কুপোকাত করে দেয় পরশুরাম।