এবার বড়পর্দায় তৃণা সাহা! ‘পরশুরাম’ ছাড়ছেন তৃনা?

তৃণা সাহা

ছোটপর্দার পরিচিত মুখ তৃনা সাহা। অভিনয়ের শুরুটা বড়পর্দা দিয়ে হলেও পরিচিতি পেয়েছেন বাংলা সিরিয়ালের হাত ধরেই। যাকে এই মুহুর্তে দেখা যাচ্ছে স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে। তটিনী চরিত্রে দারুণ প্রশংসা পাচ্ছেন তৃণা।

তবে এবার বড়পর্দায় অভিনেতা কিঞ্জল নন্দের সঙ্গে জুটি বাঁধছেন তৃনা। ছবির প্রযোজনায় যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। কপ-থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘ক্ষ্যাপা ভাস্কর’। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

টিআরপি নিচে নামতেই কি তবে বন্ধের মুখে ‘পরশুরাম’? ছবির শুটিং করতে গিয়েই সিরিয়াল থেকে বাদ পরবেন তৃনা? এই বিষয়ে এখনও মুখ খোলেননি তৃনা। তবে আপাতত ‘পরশুরাম’ সামলেই ছবির শুটিংএ মন দিয়েছেন অভিনেত্রী।

Previous articleপতাকা নিয়ে উক্তি । ক্যাপশন । সেরা স্লোগান
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।