বর্তমানে অনেক বাঙালি অভিনেত্রীরাই পাড়ি দিয়েছেন সুদূর মুম্বাই। এবার সেই তালিকায় নাম লেখালেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। শনিবার টলিউড অনলাইনের শেয়ার করা একটি পোস্টে দেখা যায় নায়িকা কলকাতা বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামছেন। পরনে ডেনিমের শর্ট স্কার্ট ও একটি গোলাপি রঙের টপ। সেখানেই জানা যায় মুম্বই যাচ্ছেন তৃণা।
তবে কি এবার কোনও হিন্দি ছবি বা মেগাতে দেখা যাবে অভিনেত্রীকে? যদিও বর্তমানে স্টার জলসার পর্দায় তৃণা ও ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাহিক পরশুরাম রমরমিয়ে চলছে। পরশুরাম ছেরেই কি মুম্বইতে চললেন তৃণা?
আসল বিষয়টি হল একটি ব্র্যান্ডের প্রোমোশনে মুম্বইতে যাচ্ছিলেন তৃণা। এই প্রসঙ্গে তিনি টলিউড অনলাইনকে বলেন, ‘সবাই বম্বেতে যাওয়ার জন্য উৎসাহী হয়ে পড়েন, সেখানে আমি যে ব্র্যান্ডের জন্য কাজ করতে যাচ্ছি সেটার জন্য বেশী উৎসাহী।’
View this post on Instagram