‘টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন যোগ্য সম্মান পায় না?’… ছোটপর্দার শিল্পীদের অসম্মান নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণার

অভিনেত্রী তৃণা সাহা,

অভিনেত্রী তৃণা সাহা, বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। শুধু ছোটপর্দাতেই নয়, কাজ করেছেন বড়পর্দা আর ওয়েব সিরিজেও। বর্তমানে স্টার জলসার আজকের নায়ক পরশুরাম ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন।

ছোটপর্দায় জনপ্রিয়তা পেলেও ইন্ডাস্ট্রিতে ছোটপর্দাকে খুব ছোট করে দেখা হয়। এই নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। মুম্বইয়ে টেলিপাড়ার অনুপমা’ খ্যাত অভিনেতার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ‘টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন যোগ্য সম্মান পায় না?’ তার সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তৃণা লেখেন, ‘খুব জরুরি প্রশ্ন! উত্তর আছে কি?’

‘খোকাবাবু থেকে শুরু করে খড়কুটোড় মতো একাধিক জনপ্রিয় মেগা কাজ করে সুনাম পেলেও তৃণা মনে করেন ছোটপর্দার শিল্পীদের আজও বাঁকা চোখে দেখা হয়।

আজকাল ডট ইন-কে পরশুরামের নায়িকা বলেন, “আমি শুধু ধারাবাহিক করেছি তা নয়। সিনেমা-সিরিজও করি। সবগুলোই অভিনয়ের মাধ্যম। তা হলে এমন ভেদাভেদ কেন? ধারাবাহিকগুলি ইন্ডাস্ট্রিতে প্রচুর আয় এনে দেয়। প্রচুর কর্মসংস্থান হয়। এমনকি কোভিডের সময় যখন ছবি বানানো বন্ধ হয়ে যায়, আমরা তখন বাড়ি থেকে সিরিয়ালের শুট করে গিয়েছি। মানুষকে বিনোদন দিয়েছি। ইন্ডাস্ট্রিরও তাতে লাভ হয়েছে। তার পরেও কেন আমরা প্রাপ্য সম্মান পাব না? ছোটপর্দার শিল্পী বলে আমাদের বাঁকা চোখে দেখা হবে? তা হলে টেলিভিশন উঠেই যাওয়া উচিত! যে কলাকুশলীরা ছবির কাজ করেন, তা ধারাবাহিকও করেন।  টেলিভিশনের শিল্পীরা এত খারাপ হলে তাঁরা আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিন।”

তৃণা আরও বলেন, “আমি সিনেমাও করেছি। টেলিভিশনও করি। সিনেমায় এক নির্দিষ্ট সময়ের কাজ। কিন্তু টিভির ক্ষেত্রে তা নয়। রোজ আমাদের খাটতে হয়। মন দিয়ে অভিনয় করতে হয়। এরকম দিন গিয়েছে যে আমি ২৩ ঘণ্টা শুট করেছি। তা হলে আমরা কোথায় পিছিয়ে? আমরা কি মন দিয়ে অভিনয় করছি না! কোনও ত্রুটি তো রাখা হচ্ছে না।”

সুত্রঃ https://www . aajkaal . in/