কে বলে ভালো মানুষ এই পৃথিবীতে নেই? হ্যাঁ বর্তমান যুগে হয়তো তা হাতে গোনা সংখ্যা মাত্র। তাদের মধ্যেই একজন হলেন ওড়িশার ডাক্তার রামচনদানি। যিনি মাত্র ১ টাকার বিনিময়ে গরীব-দুঃস্থ মানুষের চিকিৎসা করেন। বাবার স্বপ্ন পূরণ করতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন এই ডাক্তার।
VIMSAR (Veer Surendra Sai Institute of Medical Sciences and Research) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড: রামচনদানি। ওড়িশা মেডিক্যাল এন্ট্রান্স টেস্টে দ্বিতীয় রাঙ্ক করেছিলেন তিনি। গরীবদের সেবার জন্য খুলেছেন ‘১ টাকার ক্লিনিক’। এই ক্লিনিকে প্রতিদিন ২০-৩০ জন রোগী চিকিৎসা করেন তিনি।
ড: রামচনদানি জানান, “আমরা পাঁচ ভাই ও চার বোন। আমি সবচেয়ে ছোট। বাবার একটি মুদি দোকান ছিল। খুব কষ্ট করে দিন চলত। ২০০১ সালে বাবা মারা যাওয়ায় অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমার কাছে বই কেনার ক্ষমতাও ছিল না। বাবার ইচ্ছে আমি নার্সিংহোম খুলি। কিন্তু তার জন্য প্রচুর টাকার দরকার। তাই এই মুহূর্তে এই ক্লিনিক খুলে বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করছি। গরীব মানুষগুলো যাতে মনে না করেন আমি তাদের দয়া করছি। তাই তাদের কাছ থেকে ১ টাকা নিই। এই ক্লিনিকে এখনও পর্যন্ত ৭০০০ মানুষের চিকিৎসা করেছি”।
কাজের থেকে সময় বের করেই ড: রামচনদানি এই ক্লিনিক চালান। ভবিষ্যতে একটি নার্সিংহোম গড়ার স্বপ্ন তার।