বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দর্শকের কাছে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন টোটা রায়চৌধুরী। তবে ২০১৯ সালে ‘শ্রীময়ী’ ধারাবাহিক টোটাকে ছোট পর্দায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। তাঁর অভিনীত রোহিত সেন চরিত্রটি এখনও মনে রেখেছেন দর্শক।
‘শ্রীময়ী’র চারবছর পর ফের আরও একবার ছোটপর্দায় পা রাখতে চলেছেন টোটা। তবে এবারে আর কোন ধারাবাহিকে নয় বরং ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে জি-বাংলার পর্দায় দেখা যাবে অভিনেতাকে।
এদিন টোটার সাথে উপস্থিত থাকবেন অভিনেত্রী দেবশ্রী রায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। যা দেখে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।