আমরা সকলেই জানি বলিউডে নেপোটিজম চলে। অনেক তারকারাই বলিউডে নেপোটিজমের শিকার হয়েছে। তবে শুধু বলিউড নয় টলিউডেও নেপোটিজমের শিকার। টলিউডে নেপোটিজম নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং টোটা রায়চৌধুরী ।
নিজের ক্যারিয়ারের কথা বলতে গিয়ে জানিয়েছেন সেকথা। এমনকি টলিউডে তিনি স্বয়ং নেপোটিজমের শিকার। অভিনেতা টোটা রায়চৌধুরী জানায়, এই ইন্ডাস্ট্রিতে অনেক সময়ই কদর পায় না দক্ষ অভিনেতা-অভিনেত্রীরা। প্রতিভার থাকা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব বজায় রাখতে তাদের অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
অভিনেতা জানায় অনেক সময় টলিউডে তার সঙ্গে অন্যায় হয়েছে। এমন সময় এসেছিল কাজ পাকাপাকি হওয়ার পরও টোটাকে সরিয়ে অন্য অভিনেতাকে আনা হয়েছিল। অনেক সময় নায়কের পছন্দ হয়নি বলে পরিচালক ছবি থেকে বাদ দিয়ে দিতেন টোটাকে। আবার অনেক সময় ছবির নায়িকা নিজের পছন্দের নায়কে অভিনয় করাতেন টোটার জায়গায়।
তবে তিনি নেপোটিজমের শিকার হলেও থেমে থাকেননি। চালিয়েছেন লড়াই। বহু চেষ্টার পর ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ তে তার অভিনয় ছিল বড় জয়। ‘চোখের বালি’ তে টোটার অভিনয় বলিউডের অমিতাভ বচ্চন থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ প্রশংসা করেছিলেন। কিন্তু এত ভালো কাজের পরও ছয় মাস অভিনেতার হাতে কোন কাজই ছিল না, জানান টোটা। কিন্তু এদিকে ‘চোখের বালি’ সিনেমায় তার সহ-অভিনেতার হাতে প্রচুর কাজ।
অভিনেতা শেয়ার করেন, “অনেক ছবিতে আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম কিন্তু পোস্টার থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল, পরে অবশ্য জানতে পারি নায়কের নির্দেশ অনুযায়ী আমাকে বাদ দেওয়া হয়েছে”।
তাই অভিনেতা তার অভিজ্ঞতা অনুযায়ী বলেন, এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেক শিল্পীর উচিত নিজের আঞ্চলিক গণ্ডি পেরিয়ে অন্য আরও বড় বৃত্তে অভিনয় করা। তাহলেই একজন প্রতিভা তার কদর অর্জন করতে পারবে জীবনে।