গ্রীষ্মের বাতাস শীতল হওয়ার সাথে সাথে সন্ধ্যাবেলা রুফটপ রেস্তোরাঁ চাহিদা বাড়ছে দিনের পর দিন। রুফটপ রেস্তোরাঁ বিদেশের মতো আমাদের কলকাতায়ও কোন অংশে পিছিয়ে নেই। কলকাতা স্কাই লাইন দেখার অন্যতম ঠিকানা। এখানে কলকাতার টপ ৫ টি রুফটপ রেস্তোরাঁর সন্ধান রইল-
১. ব্লু অ্যান্ড বিয়ন্ড
নিউ মার্কেট চত্বরের খোঁজ করলেই পেয়ে যাবেন রুফটপ রেস্তোরাঁ ব্লু অ্যান্ড বিয়ন্ড। এই রেস্তোরাঁ থেকে দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল দৃশ্য। সূর্যাস্তের সময় এর রুপ আরও অসাধারণ হয়। ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যানও করতে পারেন। দুইজনের জন্য খরচ পড়বে ২০০০ টাকা।
২. অলটেয়ার বুটিক হোটেল
মিনিয়েচার প্লাম গাছে ঘেরা এই রেস্তোরাঁ। তবে এই রেস্তোরাঁ উপভোগ করতে আপনাকে দুবাইয়ে যেতে হবে না বরং কলকাতায় সেক্টর ফাইভে চোখ রাখলেই পেয়ে যাবেন। দুইজনের খরচ কমপক্ষে ১৬০০ টাকা। রকমারি খাবার স্বাদ উপভোগ করতে পারবেন।
৩. ওজারা
রাজডাঙা মেন রোডের অ্যাক্রোপলিস মলের 20 তলে অবস্থিত। যোগাসনে আমরা যেমন আরাম করে নিশ্বাস নিতে পারি, এখানে আপনি সেই ফিলিং পাবেন। খোলা আকাশের নীচে মনোরম পরিবেশ উপভোগ করার মজাই আলাদা। বাজেট একটু বেশি থাকলে ঘুরে আসতে পারেন।
৪. মাঙ্কি বার
ক্যামাক স্ট্রিট চত্বরের মাঙ্কি বার একনামে সবাই চেনে। তাই খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না। এখানে সবচেয়ে বেশি আকর্ষণ খাবার দাবার। বিভিন্ন উৎসবে আপনি রকমারি খাবার দাবার পেয়ে যাবেন। কখনো আইপিএল মেনু, কখনো সামার মেনু আবার কখনো উইন্টার মেনু। স্বাদও অসাধারণ।
৫. জুকা লাউঞ্জ
হিন্দুস্তান পার্কের জুকা লাউঞ্জে অসাধারণ একটি ক্লাসিক রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ চারপাশের সুন্দর কলকাতার দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া এই অন্দরসজ্জা আকর্ষণীয়। বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো জায়গা।