চলতি বছরে বাংলা টেলিভিশন পর্দায় একাধিক বাংলা ধারাবাহিক পর্দায় এসেছে আবার অল্প সময়ের মধ্যে বিদায়ও নিয়েছে। তবে টিআরপি তালিকায় ইদুর দৌড়ে টিকে রয়েছেন বেশ কিছু মেগা। আর টিকে থাকার লড়াইয়ে তাদের মূল আকর্ষণ নায়ক-নায়িকার রসায়ন।
বর্তমানে বাংলা টেলিভিশন পর্দায় এমন কিছু নায়িকারা রয়েছেন যারা দর্শকের চোখে হয়ে উঠেছেন সেরা। আজ তাদের নিয়েই আলোচনা করব আমরা। বর্তমানে দর্শকের চর্চায় থাকা সেরা ৫ নায়িকা হল-
১) তৃণা সাহা (Trina saha)
ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এর নায়িকা তিনি। খুব অল্প সময়ের মধ্যে টিআরপি তালিকার প্রথম পাঁচে উঠে এসেছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাবাহিক ‘পরশুরাম’। একের পর এক হিট ধারাবাহিক করেছেন তৃণা। বাংলা জুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তৃণার প্রথম ধারাবাহিক ‘খোকাবাবু’। প্রথম মেগাতেই সাফল্যের স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী। তার পর ‘খড়কুটো’, ‘কলের বউ’, ‘বালিঝড়’—অনেকগুলো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।
২) দিতিপ্রিয়া রায় (Ditipriya roy)
‘রানি রাসমণি’ র ব্লকবাস্টার হিটের পর ছোট পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া রায়। রানীমার খোলস ছেড়ে বর্তমানে তিনি দর্শকের কাছে হয়ে উঠেছেন অপর্ণা বসু তথা সকলের প্রিয় অপু। নিজের অভিনয় দিয়ে রানীমা খোলস ছেড়ে পর্দার অপু হয়ে উঠতে খুব বেশিদিন সময় নেননি তিনি। লম্বা বিরতির পর ফিরে এলেও বর্তমানে কিন্তু বাংলা টেলিভিশনের সেরা নায়িকার তালিকায় প্রথমেই রয়েছেন তিনি।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক প্রতিদিন চর্চায় থাকে। সোশ্যাল মিডিয়ায় এই মেগা ধারাবাহিককে ইতিমধ্যে তৈরি হয়েছে অসংখ্য ফ্যান পেজ। ধারাবাহিকের জনপ্রিয়তার মূল ম্যাজিক আর্য-অপুর রসায়ন।
৩) অঙ্কিতা মল্লিক (Ankita mallick)
বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ নামেই বেশির ভাগ মানুষ তাঁকে চেনেন। জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরেই বাংলা টেলিভিশনের সেরা নায়িকা তিনি। তার অভিনীত ধারাবাহিকটি লম্বা রেসের ঘোড়া। পুরনো হলেও টিআরপির দ্বিতীয় স্থান রয়েছে তার মেগা। নিজের অভিনয় দিয়েই প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন অঙ্কিতা।
৪) সুস্মিতা দে (Sushmita dey)
খুব অল্প সময়ের মধ্যে বাংলা টেলিভিশনের দর্শকের কাছে খ্যাতি লাভ করেছেন অভিনেত্রী সুস্মিতা দে। অপরাজিতা অপু, বৌমা একঘর, পঞ্চমী এবং বর্তমানে কথা ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দার সেরা নায়িকাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন সুস্মিতা।
৫) ঈশানী চট্টোপাধ্যায় (ishani chatterjee)
টেলিভিশনে তিনি নবাগতা হিসাবে পরিচিত হলেও অভিনয় গুণে দর্শকের চোখে সেরা নায়িকা। ‘পরিণীতা’ ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। ধারাবাহিকের ‘পারুল’ ইতিমধ্যে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছে।