জি-বাংলার একটি অন্যতম ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। ধারাবাহিকে একজন ইয়াং শাশুড়ির চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ধারাবাহিক শুরুর পর থেকে সেভাবে টিআরপি না পেলেও স্বস্তিকা দত্তের অনুরাগীরা এই ধারাবাহিকের ভীষণ ভক্ত।
ধারাবাহিকে মুখ্য চরিত্র ঝিলমিল তিন বৌমার শাশুড়ি। কম বয়স হলেও নিজের পরিবারকে একসঙ্গে বেঁধে রাখতে সবসময় চেষ্টা করে। আর এই কনসেপ্টটাতেই মুগ্ধ হয়েছে অনুরাগীরা।
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে তিন ছেলে ও ছেলের বউরা সম্পত্তি ভাগের জন্য লড়াই করছে। ফাটল ধরতে শুরু হয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কে। সৃজার মা চায় তার মেয়ের জন্য সম্পত্তি ভাগ হোক এবং তার মেয়ে বাড়ি ছেড়ে চলে আসুক। কিন্তু পাবলো সৃজার সাথে বাড়ি ছেড়ে যেতে চায় না, অন্যদিকে আবিরের মেজো ছেলে চায় তার পুরনো প্রেমিকাকে বিয়ে করতে। কিন্তু ঝিলমিল এইভাবে ছেলে এবং তাদের বৌমাদের আলাদা হতে দেবে না।
তাই সে ঠিক করে নিজের বুদ্ধি দিয়েই ছেলের বৌদের আটকে রাখবে। আর বের করে একটা অভিনব পন্থা। ঝিলমিলের এই সিদ্ধান্তে পাশে রয়েছে আবির। ধারাবাহিকে ঝিলমিলের এই উপস্থিত বুদ্ধির প্রশংসা জানিয়েছেন ভক্তরা। যেখানে আর পাঁচটা ধারাবাহিকে শুধু ভাঙার গল্প দেখানো হয়, সেখানে এই ধারবাহিকে গড়ার গল্প দেখানো হচ্ছে।