বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ১২ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। আর পাঁচটা সেলিব্রেটি থেকে তার ব্যক্তিত্ব অনেকটাই আলাদা। খুব শান্ত স্বভাবের মেয়ে রুশা। একসময় নিজের অভিনয় দিয়ে দর্শকের মধ্যমণি হয়ে উঠেছিলেন এই মেয়েটি।
‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে তার প্রথম হাতেখড়ি। ঋতাভরী’র বোন লাবণ্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসে। পার্শ্ব চরিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেও জনপ্রিয়তা আসে মুখ্য চরিত্রের হাত ধরে। সালটা ২০১৩, অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের কেরিয়ারে টার্নিং পয়েন্ট। স্টার জলসার ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’তে মুখ্য চরিত্রে সুযোগ। সেদিনের পর্দায় ‘উষসী’ চরিত্রে তার সাবলীল অভিনয় মুগ্ধ করে দিয়েছিল বাঙালি দর্শকদের। বলাই বাহুল্য, টিভির পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিকটি।
আজও বাঙালির মনে জায়গা জুড়ে রয়েছে ‘তোমায় আমায় মিলে’র ‘উষসী’। স্মার্ট, মিষ্টি মুখের সেই মেয়েটির অভিনয় প্রচুর প্রশংসিত পেয়েছিল। কিন্তু কেউ ভাবতে পারেনি ছোটপর্দায় আর মুখ্য চরিত্রে দেখা যাবে না তাকে। এরপর থেকে একাধিক ধারাবাহিকে রুশা চট্টোপাধ্যায়কে দেখা গেলেও মুখ্য চরিত্রে আর দেখা মেলেনি তার। শ্রীময়ীর পুত্রবধূ ‘অর্না’ চরিত্রে আবারও দর্শকের মন জিতে নিয়েছিল ঠিকই কিন্তু সেটাও ছিল তার পার্শ্বচরিত্র।
‘কুসুম দোলা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘খেলাঘর’ মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তার সাবলীল অভিনয় তাকে বড়পর্দায় নায়িকা হিসাবে সুযোগ করে দেয়। সেখানেও সাফল্য। এমনকি হৈ চৈ ওয়েব সিরিজে সকলের নজর কাড়ে। ছোটপর্দা হোক বা বড়পর্দা, মুখ্য চরিত্র হোক বা পার্শ্ব চরিত্রে, সবেতেই অনবদ্য অভিনেত্রী। ছোটপর্দায় কি আর মুখ্য চরিত্রে দেখা যাবে রুশাকে? অপেক্ষায় অনুরাগীরা।