বাংলা ছেড়ে এবার নতুন অধ্যায়ে পা রাখছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনয়ের পাশাপাশি বাংলা ধারাবাহিক প্রযোজনার কাজও করেছেন এরআগে। শুধু টলিউডে নয়, বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। তবে এবার বাংলা ছেড়ে মুম্বইতে পারি দেবেন বুম্বা দা।

জানা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকের প্রযোজনা করতে চলেছেন প্রসেনজিৎ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র হিন্দি রিমেক আসতে চলেছে পর্দায়। কথা ও এভি-র সফর নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘কভি নিম নিম কভি সেহদ সেহদ’।

ধারাবাহিকটি সম্প্রচারিত হবে স্টার প্লাসে। আর এই হিন্দি ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করছেন প্রসেনজিৎ। সামনেই শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার।