টলিউডে মিলল না যোগ্য সম্মান, মৃত্যুর পর দেহ স্টুডিওতে নিয়ে যাওয়া বারণ

অনুপ কুমার

বাংলা সিনেমার ইতিহাসে অনুপ কুমার (আসল নাম শশী গোস্বামী) এক চিরস্মরণীয় নাম। তার অভিনীত প্রতিটা ছবি আজও চলচ্চিত্র জগতের অমূল্য সম্পদ। টলিউডে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি যে অবদান রেখে গেছেন তা আজও ভোলার নয়। জীবনের শেষ দিন পর্যন্ত কখনও হাস্যরসাত্মক চরিত্র, কখনও নাটকীয় আবেগপূর্ণ অভিনয় দিয়ে দর্শকদের মন ছুঁয়েছেন।

তার প্রথম বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৫৩ সালে ‘ফটিকচাঁদ’ সিনেমায় অভিনয় দিয়ে। এরপর ‘বসন্ত বিলাপ’,’অ্যান্টনি ফিরিঙ্গি’,’গল্প হলেও সত্যি’ প্রতিটা ছবিতে তার অভিনয় আজও দর্শকের মণিকোঠায় গেঁথে রয়েছে। ১৯৯৮ সালের ৩রা সেপ্টেম্বর তার প্রয়াণ হলেও, তার অভিনয় নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে আজও অনুপ্রেরণা।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অনুপ কুমারের বোন অসীমা সিনহা ও ভাই অরবিন্দ দাস। তাদের কাছে অনুপ কুমার সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান, শক্ত হাতে তাদের মানুষ করেছিলেন তাদের দাদা।

অসীমা সিনহার কথায় জানা যায়, এত সুন্দর অভিনেতা হওয়া সত্বেও যে প্রাপ্য সন্মান অনুপ কুমারের পাওয়ার কথা ছিল তা তিনি কখনও পাননি। এমন অনেক ছবিতে অভিনয় করে টাকা পাননি, এমনকি তার প্রাপ্য টাকা কোনদিন চাননি কখনও। সবকিছু মিলিয়ে ইন্ডাস্ট্রির প্রতি মনে আক্ষেপও ছিল কিংবদন্তি অভিনেতার। আর সেই কারনেই তার মৃত্যুর পর যেন তার দেহ স্টুডিওতে না নিয়ে যাওয়া হয় সে কথাও বলে গিয়েছিলেন তিনি।

সূত্রঃ  https: // tollygossip. com /