বর্ষবরণের রাতে বাজির শব্দে সন্তানহারা টলিউড অভিনেত্রী

অভিনেত্রী বৃষ্টি রায়

বর্ষবরণের রাতে গোটা শহর যখন উল্লাসে মেতে, আতশবাজির আওয়াজে যখন সকলে সেলিব্রেশনে মেতে, সেই আতশবাজির বিকট শব্দেই সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলেন না অভিনেত্রী বৃষ্টি রায়।

বছরের শুরুতেই সন্তানসমকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন অভিনেত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের কষ্টের কথা জানালেন অভিনেত্রী।

অভিনেত্রী বৃষ্টি রায়

বৃষ্টি বলেন, কারোর উল্লাসে তার আপত্তি নেই। কিন্তু আতসবাজি এত বিকটশব্দে তার একমাত্র পোষ্য হার্টফেল করে মারা গেল তার চোখের সামনে। বৃষ্টির কথায়, আমার বাচ্চাটা হার্টফেল করে চলে গেল। মানুষের বাচ্চা নয়তো তাই অভিযোগ জানাতে পারব না। কিন্তু বিশ্বাস করুন কারও আনন্দে আমার আপত্তি নেই। কিন্ত এই প্রাণীগুলোর কথা ভাবুন। সহ্য করতে পারল না আমার বাচ্চাটা। বেশি বয়স ছিল না ওর। গুগল বলছে সানকুনুরা ২৫-৩০ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু এত বাজির শব্দ সহ্য করতে পারল না।’ গত ৩১ ডিসেম্বর রাতেই আতশবাজির আওয়াজে প্রাণ হারায় এই অবলা।

অভিনেত্রীর পোষ্যের নাম হল লুডো, লুডো হল সানকুনু প্রজাতির পাখি, এক ধরনের তোতা পাখি। মায়ের মৃত্যুর পর তাকে আকড়েই ছিলেন অভিনেত্রী।

সুত্রঃ zeenews . india . com