টলিউডের একজন স্বনামধন্য তারকা হলেন অভিনেতা মনোজ মিত্র। একটা সময় ছিল যখন সিনেমা, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চ সবেতেই দাপিয়ে অভিনয় করতেন। নব্বইয়ের দশকে অসংখ্য বাংলা ছবির দাপুটে খলনায়ক হিসাবে প্রশংসা পেয়েছেন দর্শকমহলে।
শুধু অভিনেতা হিসাবে নয়, নাট্য শিল্পী এবং প্রখ্যাত নাট্যকার হিসেবেও খ্যাতি পেয়েছিলেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে যার এত নামডাক ছিল আজ করুণ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তাকে। অভিনেতা মনোজ মিত্রের বয়স হয়েছে প্রায় ৮৪ বছর। এখন আর পর্দায় তাকে দেখা যায়। কিন্তু আজও পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে এই বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে এই বয়সে এসে লেখালেখির কাজ চালিয়ে যেতে হচ্ছে তাকে।
এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানান, “কেউ যদি মনে করেন আমাকে নিলে তার লাভ হবে, তাহলে আমি অভিনয়ে ফিরতে রাজী”। শোনা যায়, ২০১৮ সালে অভিনেতা এক বড়সড় হেনস্থার মুখে পড়ে। ৬০ বছর ধরে যতীন দাস রোডের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়ি থেকে নাকি তাকে বের করে দেওয়া হয় ৮০ বয়সে এসে। ২০১৮ সালে আদালতের নির্দেশ অনুযয়ী ঘর থেকে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে দেওয়া হয়েছিল।
বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, দীর্ঘদিন ধরে তিনি নাকি ঘর দখল করে রেখেছিলেন। ৮০ বছর বয়সে এই মামলার দরুন আদালতে ছোটাছুটি করতে হয় তাকে। শেষ মামলা নিষ্পত্তি হলে আদালতের নির্দেশে তার সমস্ত জিনিসপত্র বের করে দেওয়া হয়।