সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা’র প্রশংসায় পঞ্চমুখ হলেন টলিউড অভিনেতা জিৎ। আর সেই প্রশংসার জবার দিলেন অল্লু অর্জুন নিজেই। ঠিক কী কথোপকথন হল জিৎ আর অল্লু অর্জুনের মধ্যে।
সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা’-র একটি ছবি শেয়ার করে জিৎ লিখেছেন, ‘পুষ্পা ২ দেখলাম। আমি চমকে গেলাম, অবাক হয়ে গেলাম। পুরো কাস্টের দুর্দান্ত পারফর্মম্যান্স। অল্লু অর্জুন আবার প্রমাণ করলেন তিনি এই দেশের সেরা ট্যালেন্ট। সুকুমার গাড়ুকে শুভেচ্ছা এত দুর্দান্ত একটা লেখা আর এত দুর্দান্ত একটা পরিচালনার জন্য। ব্লকবাস্টার ছবি অনেকগুলো কারণের জন্যই। অবশ্যই দেখুন ‘পুষ্পা’।
জিৎ এই পোস্টে অল্লু অর্জুন কমেন্টে জানিয়েছেন, ‘জিৎ গাড়ু, আপনাকে অনেক ধন্যবাদ এত শুভেচ্ছাবার্তা আর নিজের ভাললাগার কথা বলার জন্য। আপনার যে ছবিটা ভাল লেগেছে তাতে আমি ভীষণ আপ্লুত। আপনার ভালবাসায় আমি আপ্লুত।’ সোশ্যাল মিডিয়ায় তাদের কথোপকথন ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয়।