ফের একসঙ্গে মৌ-নির্ঝর! নতুন প্রোজেক্টে স্বীকৃতি-অর্পণ?

স্বীকৃতি-অর্পণ

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষাল, বাংলা সিরিয়ালের দর্শকের কাছে গোল্ডেন জুটি। ‘মেয়েবেলা’ ধারাবাহিকের হাত ধরেই এই জুটি পেয়েছিলেন তারা কিন্তু এত অল্প সময় তাদের হারাতে হবে কল্পনা করতে পারেননি কেউ।

পর্দায় মৌ-ডোডো রসায়ন যেভাবে দর্শক আপন করে নিয়েছিলেন তা সত্যিই  স্বীকৃতি-অর্পণের কাছে বড় প্রাপ্তি। অভিনেতা অর্পণ ঘোষালের এই প্রথম অভিনীত বাংলা সিরিয়াল। আর বাংলা সিরিয়ালে তিনি আদেও ফিরবেন কিনা তা জানা নেই। কারণ নাটক করতেই তিনি বেশি পছন্দ করেন। ধারাবাহিক শেষ হওয়ার পর একটি বিজ্ঞাপনে তাদের দেখা মিলেছিল। তবে আচমকাই মৌ থুড়ি স্বীকৃতির পোস্ট করা একটি ছবি অন্য ইঙ্গিত দিচ্ছে।

কয়েকদিন আগেই অভিনেত্রী স্বীকৃতি মজুমাদার তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। ছবিতে স্বীকৃতির পাশে বসেছিলেন ডোডো ওরফে অর্পণ। অভিনেত্রী লিখেছেন, “কথায় চললাম?” খুব সম্ভবত তারা ট্রেনে করে কোথায় একটা যাচ্ছেন। তাহলে কি দূরে কোথাও শুটিং করতে যাচ্ছেন তারা?

কোনও নতুন প্রোজেক্টে আবার দেখা যাবে এই জুটিকে? যদিও উত্তর মেলেনি। এদিকে চ্যানেলের কাছে মৌ-নির্ঝরের অনুরাগীরা ‘মেয়েবেলা ২’ আনার জন্য অনুরোধ জানিয়েছেন। তাহলে কি দর্শকের কথা রেখেই আবার নতুন সিরিয়ালে ফেরানো হবে স্বীকৃতি এবং অর্পণকে? সেটা সময় বলবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here