একসময় বাংলা সিরিয়ালে সুবাদে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেমন একদিন প্রতিদিন’, এখানে আকাশ নীল’। ২০০৫ সালের দিকে ছোটপর্দায় ছিলেন অভিনেতা। এরপর সিরিয়ালের গণ্ডি পেরিয়ে বড়পর্দার হাত ধরেছিলেন। তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি।
টলিউড থেকে বলিউডেও সুনাম করেছেন শাশ্বত। TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ’ অনুষ্ঠানে ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি তিনি। পুরস্কার হাতে পেয়েই TV9 বাংলার সাথে আড্ডা দিলেন অভিনেতা।
এদিন বাংলা সিরিয়ালের নতুন অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গ আসতেই শাশ্বত জানান, বর্তমান সিরিয়ালের অভিনেতাদের তার বেচারা মনে হয়। শাশ্বতের মতে, ‘তখন একটা প্রোডাকশন, একটা দৃশ্যে অভিনয় করতে আমরা যে সময়টা পেতাম। বর্তমানের নায়ক নায়িকারা সেই সময়টা পায় না। কারণ, তাঁদের হাতে সময় নেই। আমাদের সময় ব্যাঙ্কিং করা যেত। আগে থেকে গল্প ঠিক করা হত। আমরা একটা দৃশ্য নিয়ে একসঙ্গে বসে ভাবতাম। রিহার্সাল করতাম। এখন বেচারা যারা সিরিয়ালের সঙ্গে যুক্ত তাঁদের কথা ভাবলে কষ্ট হয়। মনে হয় আমাদের থেকে ওরা অনেক বেশি রেডিমেড অভিনেতা। ওরা সেটে এলে চিত্রনাট্য পায়। আগে আমরা আড্ডা দিতাম সেটে। বর্তমানে সেটা উঠে গিয়েছে। বর্তমানে আমরা সবাই ছুটছি। কেন ছুটছি জানি না’।