
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পান তিতিক্ষা। পর্দায় মেঘ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছিলেন দর্শকমহলে।
যদিও প্রথমে বৌমা অ্যান্ড সন্স নামক একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিতিক্ষা যদিও সেই ধারাবাহিক খুব বেশিদিন পর্দায় চলেনি।
তবে জানেন কি অভিনয়ের আসার আগে ‘দিদি নাম্বার ওয়ান’-এর ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন তিতিক্ষা। বেশ কিছুদিন আগে প্রথমবারের জন্য ‘দিদি নাম্বার ওয়ান’ খেলতে এসে মেঘ জানিয়েছিলেন, “আমি এই স্টেজে বহুবার এসেছি কিন্তু একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে। এমনকি সারেগামাপার ওপেনিংয়েও তিনি নাচ করেছিলেন। রচনা ব্যানার্জী তার সামনে নাচতেন আর আমি পিছন থেকে সেটা দেখতাম আর ভাবতাম কবে এই জায়গাটাতে আসতে পারব। অবশেষে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে।”