
বাংলা বিনোদন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য। একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন বহু বছর ধরে। স্টার জলসা, জি-বাংলা মিলিয়ে বহু মেগা ধারাবাহিকে তাকে দেখা যায়।
‘মা’, ‘সোহাগ জল’ ‘ইচ্ছেনদী’, ‘কার কাছে কই মনের কথা’ ‘তেঁতুলপাতা’-র মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতেছেন। তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল পুতল আর অদ্রিজা।
শ্রীতমা এই ইন্ডাস্ট্রিতে বহু সময় ধরে রয়েছে। নতুন দের সম্পর্কে অভিজ্ঞতা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে শ্রীতমা বলেন, ‘বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অনেক অভিনেতা অভিনেত্রী কাস্ট করা হয়ে থাকে। আমার কথা হচ্ছে অনেকেই ভাবে অভিনয়টা হয়তো সেকেন্ডারি অপশন। কিছু না করতে পারলে অভিনয় করা যেতে পারে। কিন্তু আমি বলব অভিনয়টা একটা শিক্ষনীয় জিনিস। কখনো অভিনয়টাকে সেকেন্ডারি হিসেবে ভাবলে হবে না। অভিনয় যদি সত্যি করতে চাও তাহলে শিখে এসো’।
তার মতে, এমন অনেকেই আছেন যাদের দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে অডিশন দিতে হয়। তোমরা অনেক ভাগ্যবতী যে তোমাদের কোনরকম লাইনে না দাঁড়িয়ে অডিশন দেওয়ার জন্য ডাকা হচ্ছে। সেই আশীর্বাদটা কাজে লাগাও, ডিরেক্টর দের কথা শোনো। অভিনয় করতে এসে তুমি মডেলিং করে চলে যাবে সেটা হবে না, যদি তোমার মডেলিং করার ইচ্ছে থাকে তুমি সেটা করো। দুটো আলাদা প্রফেশন।’
অভিনেত্রী আরও জানান, নতুন জেনারেশন একেবারেই সিনিয়রদের রেসপেক্ট করে না। তাই তার মতে তাদের সবার আগে বড়দের শ্রদ্ধা করাটা শেখা উচিত।
সুত্রঃ enter10bangla . com