
বর্তমানে বাংলা টেলিভিশনের প্রথম সেরা ধারাবাহিক ‘আজকের নায়ক পরশুরাম’। এই ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী তৃণা সাহা। যিনি নিজের অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করেছেন। এই প্রথম নয়, এর আগে তার অভিনীত খড়কুটো ধারাবাহিক বাংলা সেরা ধারাবাহিক ছিল।
তবে জানেন কি আজ বাংলার সেরা নায়িকা হলেও একসময় নিজের বাংলা উচ্চারণ এবং তোতলামির জন্য চরম কটাক্ষের শিকার হয়েছেন। নিন্দুকেরা তাকে ‘তোতলা’ বলতেন। তবে কটাক্ষ পেরিয়ে অভিনেত্রী নিজেকে প্রমাণ করেছেন।
টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে ‘তোতলা’ অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এই সংবাদমাধমের কাছে তৃণা স্বীকার করে নেন, “আপনারা একদম ঠিক শুনেছেন। আমি সত্যি তোতলা। এটা একটা অসুখ। আমি ধারাবাহিক করতে শুরু করার পর শিখে নিয়েছি, কীভাবে তোতলামি এড়িয়ে অভিনয় করতে হয়। পুরোটা পেরেছি বলব না। তবে চেষ্টা করি। আমার বাংলা বলাও খুব খারাপ ছিল। এই ব্যাপারে প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি আমাকে বসিয়ে বর্ণপরিচয় পড়িয়েছেন। কোনও মানুষই পারফেক্ট হন না। আমার মধ্যেও অনেক খুঁত আছে। সেগুলো কাটিয়ে উঠেই ভালো কাজ করার চেষ্টা করছি।”