শেষ হচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিক। টিআরপির কারণে যেখানে কয়েকমাসের মধ্যে পর্দা থেকে বিদায় নিচ্ছে একের পর এক ধারাবাহিক সেখানে জি-বাংলার এই মেগা একটানা চলল প্রায় আড়াই বছর। বেশ কয়েকবার টিআরপি টপারও হয়েছিল এই ধারাবাহিক।
সম্প্রতি ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বন্ধের খবর শেয়ার করেছেন মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত, জেঠিমা ললিতা ওরফে তনুশ্রী গোস্বামী। মানসী ইনস্টাগ্রামে দত্ত বাড়ির চবি পোস্ট করে লেখেন, ‘কী দারুণ একটা মনে রাখার মতো ইনিংস। এটির ভাগ হতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। আমি খুব মিস করব।’
জেঠিমা ললিতা ওরফে তনুশ্রী লেখেন, ‘সব শুরুর শেষ আছে… এরও অন্যথা হবে না… Will be missing you… দত্ত বাড়ি।’
পাশাপাশি হিন্দুস্তান টাইমস বাংলাকে মেগার নায়ক সৃজন ওরফে রুবেল জানান, আজ শুক্রবারই হবে ধারাবাহিকের শেষ শুটিং। টিভির পর্দায় সম্প্রচার শেষ হবে ৯ মার্চ।
এরপর থেকে বিকেল ৬টার স্লটে ১০ মার্চ থেকে দেখানো হবে আনন্দী ধারাবাহিক এবং সাড়ে ৬টার স্লটে থাকছে নতুন মেগা চিরদিনই তুমি যে আমার।