মোটা চেহারার জন্য একসময় নিন্দা করত সকলে, আজ নিজের পরিশ্রমে সফল অভিনেত্রী সংঘশ্রী সিংহ মিত্র

সংঘশ্রী সিংহ মিত্র

বর্তমান সমাজে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র চেহারার গঠন, মুখশ্রীর জন্য অনেকেই বাকিদের থেকে পিছিয়ে পরে। আজও অনেকে মনে করেন অভিনেত্রী হতে গেলে শরীরের সঠিক গঠন ও সুন্দর মুখশ্রী থাকাটা বেশি প্রয়োজনীয়। কিন্তু এসব চিন্তাধারাকে ভুল প্রমানও করেছেন অনেক অভিনেত্রী। আর সেই তালিকায় রয়েছেন সংঘশ্রী সিংহ মিত্র।

অতিরিক্ত ভারী চেহারার জন্য টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে। ছোট থেকেই পড়াশুনা খুব একটা ভালো মাথা না হওয়ায় ক্লাস নাইনে পাশ করা হয়নি তার। আর সেদিন মায়ের কথায় উৎসাহিত হয়ে মনে জেদ এনেছিলেন সংঘশ্রী। তারপর থেকে প্রতিটা ক্লাস থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেন তিনি।

শরীরে মেয়ে সুলভ আচরণ নেই, এমন মোটা চেহারা, জোরে কথা বলে, এমন অনেক কথাই শুনতে হয়েছে তাকে। তবে কোন কিছুর তোয়াক্কা না করে বর্তমানে সিনেমা থেকে সিরিয়াল এবং ওটিটি সব জায়গাতেই রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি দিদি নাম্বার ১-এর মঞ্চে এসে, বাংলায় থাকা এমন অনেক পিছিয়ে পড়া দিদিদেড় উদ্দেশ্যে সংঘশ্রী নিজের লড়াই এর গল্প তুলে ধরেন। এমনকি থেমে না থেকে তার মতই এগিয়ে চলার সাহস দেন সকলকে।