মনে পড়ে সেই মেয়েবেলা ধারাবাহিকের কথা? এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক পেয়েছিলেন তাদের প্রিয় মৌ-ডোডো’র জুটি। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাদের আজও ভুলতে পারেনি মেয়েবেলার দর্শকেরা।
ছোটপর্দায় আর মৌ-ডোডোর জুটি দেখা যাবে কিনা তা জানা নেই। তবে তাদের সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখেই চোখ জুড়ান দর্শকেরা। মেয়েবেলা ধারাবাহিকে মৌ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং ডোডো’র ভূমিকায় ছিলেন অভিনেতা অর্পণ ঘোষাল।
আজ অর্পণ ঘোষালের শুভ জন্মদিন। আর জন্মদিনে অনস্ক্রিন বৌ মৌ অর্থাৎ স্বীকৃতি শুভেচ্ছা জানাবেন না সেটা কি হয়? শত ব্যস্ততার মাঝেও অর্পণকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন স্বীকৃতি।
সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে স্বীকৃতি লেখেন, ”আজকে আমার সেই কো-স্টারের জন্মদিন যাকে আমি একজন ভালো মানুষ হিসাবে চিনি আর বাকিরা বং ক্রাশ হিসাবে চেনেন। প্রতি বছর কোনও ভালো ছবি খুঁজে পাইনা। শুভ জন্মদিন অর্পণ।’
View this post on Instagram