প্রয়াত সঙ্গীতশিল্পীকে অভিনব শ্রদ্ধা জানানোর জন্য এবছর দূর্গাপুজোর থিম ‘কেকে’, নজরুল মঞ্চের আদলে হবে পুজো মণ্ডপ

কলকাতার দূর্গাপুজো

বলিউড সঙ্গীতশিল্পী কে কে এর মৃত্যু আজও মেনে নিতে পারছেন না গোটা ভারতবর্ষ। তার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে গুরুদাস কলেজের ম্যানেজমেন্টের উপর। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। প্রয়াত সঙ্গীতশিল্পী মৃত্যু সত্যি বাংলার লজ্জা।

এই শহরের বুকেই তার মৃত্যু। তাই প্রয়াত সঙ্গীতশিল্পীকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হল এক অভিনব সিদ্ধান্ত। এবার কলকাতার দূর্গাপুজোয় থিম হবে KK-র শেষ কনসার্ট। উদ্যোগ কলকাতার কবিরাজ বাগানের।

কলকাতার দূর্গাপুজো পুরো ভারতবর্ষে জনপ্রিয়। বাইরের থেকেও মানুষ আসেন এই পুজো উপভোগ করতে। হাতে মাত্র আর ৪ মাস। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কলকাতার পুজো প্ল্যানিং। তার মাঝেই সামনে এল এই খবর।

কবিরাজ বাগান পুজো কমিটির ৫৭ তম বছর। এবছর পুজো মণ্ডপটি তৈরি করা হবে নজরুল মঞ্চের আদলে। মঞ্ছের ভিতরে চলবে কেকে-র শেষ অনুষ্ঠানটি। মণ্ডপের নামও হবে নজরুল মঞ্চ। এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী।

কেকে’কে স্মরণ করে পুজোর ৪ টে দিন বাজবে কলকাতায় কেকে-র গাওয়া গানগুলি। শোনা যাচ্ছে আরও চমক থাকবে। কেকে’কে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি হচ্ছে কবিরাজ বাগান পুজো কমিটি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here