মডেলিং থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার তিতলি ওরফে অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। তারপর ‘তিতলি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা। অভিনয় জগতের পিছনে তাদের জীবন অত সোজা নয়। এই যুগে অভিনয় থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় অভিনেত্রীদের গায়ের রং, শারীরিক গঠন এর উপর। কয়েক মাস আগেই আচমকাই ওজন বেড়ে গেছে মধুপ্রিয়ার।
কোনও শারীরিক সমস্যার জন্যই ওজন বেড়েছে তিতলি’র খ্যাত অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীর। কিন্তু শারীরিক সমস্যা এখন মানসিক সমস্যায় পরিণত হয়েছে। চারপাশের লোকজনের জন্যই প্যানিক অ্যাটাক থেকে ডিপ্রেশন, নিদ্রাহীন জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় এসে লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘কেন এত ওজন বেড়ে যাচ্ছে, এরপর কি হবে’ এই নানান ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। তিনি রোগা হওয়ার যথেষ্ট ট্রাই করছেন কিন্তু তিনি ভগবান নয়, মুহূর্তে মধ্যে রোগা হওয়া সম্ভব নয়।
অভিনেত্রী আরও জানান, আজকাল মহিলাদের শারীরিক গঠন নিয়ে প্রশ্ন করা ক্রমশ বেড়েই চলেছে। যখন এটা নিজের কারো কাছ থেকে সত্যিই হতাশ জনক। যে যেমন তাকে তেমন ভাবেই গ্রহণ করা উচিত। তিনি ডিপ্রেশনে রয়েছেন, নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। তাকে মানসিকভাবে অসুস্থ করে দেওয়ার আগে সকলকে একটু সচেতন হতে অনুরোধ করেছেন অভিনেত্রী।