‘মা’ সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক আজ কলেজের গন্ডি পেরিয়ে অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী তিথি বসু কে নিয়ে। তবে খুব ছোট্ট বয়স থেকে জীবনের অনেক ওঠাপড়ার সন্মুখিন হতে হয়েছে তাকে। তার জীবনের স্ট্রাগেলের গল্প সত্যিই ভাবায়।
মাত্র ১৫ বছর বয়সে তিথি ও তার মা কে ছেড়ে চলে যান তার বাবা। তার আগেই মা ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই উপার্জনের টাকা দিয়েই স্কুলের ফ্রিজ জমা দেওয়া থেকে শুরু করে সংসার খরচ চালিয়ে ছিলেন একসময়।
কোন এক শোয়ে নিজের মনের কথা শেয়ার করতে তিথি জানান, ‘খুব ছোট থেকেই রক্তের সম্পর্কের মানুষদের আলাদা হয়ে যেতে দেখেছি এবং যাদের সাথে কোন রক্তের সম্পর্ক নেই তাদেরকে পাশে এসে দাঁড়াতে দেখেছি।’
তবে বর্তমানে নিজের যোগ্যতাতেই নিজের ঘর সাজানো থেকে শুরু করে গাড়ি কেনা সবটাই একা হাতে করেছেন অভিনেত্রী। বাবা চলে যাওয়ায় তার পড়াশুনা আর হবে না এমনটা শোনার পরেও মনোবল ভাঙেনি তার। বরং একা পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে ৯০% নম্বর পেয়ে দেখিয়ে দিয়েছেন।
অভিনেত্রী আরও জানান, একটা সময় পর তার বাবা মায়ের সম্পর্ক ঠিক হলেও বাবার কাছ থেকে কোন সাহায্যই নেননি তিথি। এই মুহূর্তে পর্দা থেকে বিরতি নিলেও এখন একজন ফেমাস ব্লগার হিসাবে পরিচিত তিথি। নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে তার। ১০টা-৫টার চাকরি করার মতো কোন ইচ্ছাই তার নেই। তাই ব্লগার তিথি হিসাবেই এগিয়ে থাকতে চান পর্দার ঝিলিক।