‘বরণ’ ধারাবাহিকের পর ফের নতুন প্রোজেক্টে একসঙ্গে তিথি-রুদ্রিক ওরফে ইন্দ্রানী-সুস্মিত

ইন্দ্রানী-সুস্মিত

একসময় স্টার জলসার হাত ধরে পর্দায় এসেছিল ‘বরণ’ ধারাবাহিকটি। তিথি আর রুদ্রিক দর্শকের মনে জায়গা করতে খুব বেশি সময় নেয়নি। তবে দুর্ভাগ্যবশত টিআরপি র অভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের বিদায় লগ্নে চোখে জল ছিল দর্শকের।


ধারাবাহিকে রূদ্রিক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সুস্মিত মুখার্জী এবং তিথি চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ইন্দ্রানী পাল। দুজনের এটি প্রথম ধারাবাহিক ছিল। আজও তাদের জুটি ভীষন মিস করেন সকলে।

বহুদিন পর আবার তাদের নতুন প্রোজেক্টে একসঙ্গে দেখা গেল। না কোনো নতুন ধারাবাহিক নয়। এবার একটি বিজ্ঞাপনে জুটি বাঁধলেন ইন্দ্রানী আর সুস্মিত। তাদের দেখে বেজায় খুশি হয়েছেন তাদের অনুগামীরা। সকলে আবার তাদের একসঙ্গে পর্দায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।