তিথি বসু বাংলা বিনোদন জগতে অতি পরিচিত মুখ। মা সিরিয়ালের ছোট ঝিলিক চরিত্রে অভিনয় করছেন। যদিও এরপরও তাকে সেভাবে মেগা সিরিয়ালে তাকে দেখা যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় ভালো জনপ্রিয় তিথি।
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয় তিথি। যদিও ট্রোলকে তেমন পাত্তা দেয় না। বর্তমানে মানালি গেছেন ছোটপর্দার ঝিলিক। আর সেখানে গিয়েই সুখবর শেয়ার করে নিলেন।
এই প্রথমবার প্রেমিকের ছবি প্রকাশ করছেন। হ্যাঁ, চুপিসারে প্রেম করছেন অভিনেত্রী। নিজেই অফিশিয়ালি ঘোষণা করলেন সেকথা।
মানালি সফরে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে। তার মধ্যে একটি সাদা কালী ছবিতে দেখা যাচ্ছে তিথি একা নয়, তার সঙ্গে তার প্রেমিক রয়েছে। যদিও ছবিতে প্রেমিকের মুখ সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রেমিকের সাথে ছবি শেয়ার করে তিথি লেখেন, ‘আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত খালি আমি আর সে।’ যদিও পোস্টটি এরপর ডিলিট করে দেন।