“যখন কাউকে পাওয়া যেত না তখনই আমায়…বাধ্য হয়েই..”, অভিনয় ছাড়ার আসল কারণ জানালেন তিতাস ভৌমিক

তিতাস ভৌমিক

মনে পড়ে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের ভিলেন কাকলি-কে। এই চরিত্রে অভিনয় করেই দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী তিতাস ভৌমিক। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ এই অভিনেত্রী। একটা সময় বাঙালির ড্রয়িংরুমে তাকে নিয়মিত দেখা যেত।

তবে বর্তমানে পর্দায় খুঁজে পাওয়া যায় না তাকে। অভিনয় জগত থেকে যেন অদৃশ্য হয়ে গেলেন তিনি। এখন কি করছেন এই অভিনেত্রী। এখন তিনি দিল্লির স্থায়ি বাসিন্দা। স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর।

এক সাক্ষাতকারে অভিনেত্রীর জানালেন তার দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকার বিশেষ কারণ। ধারাবাহিকে বেশিরভাগ নেতিবাচক চরিত্রে কাজ করতে করতে ক্লান্ত অভিনেত্রী। কখনও কাউকে পিছলে ফেলা, খাবারে বিষ মিশিয়ে দেওয়া, কোথাও কারোর বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র এসবই একঘেয়ে করে তুলেছিল অভিনেত্রীর চরিত্রগুলোকে।

তিতাসের কথায়, প্রতিটা নতুন প্রোজেক্টেই তাকে বলা হত চরিত্রটি আলাদা। কিন্তু শুটিং করতে গিয়ে দেখা যেত আগের কাজেরই পুনরাবৃত্তি। নিজের ভেতরের শিল্পীসত্তাটেকে কথাও যেন হারিয়ে ফেলছিলেন তিনি। বিশেষ কোন চরিত্রের সুযোগ মিলছিল না। তাই হঠাৎ করেই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত অভিনেত্রীর।

শুটিং ছাড়া যে মানুষটা নিজের দিন কল্পনাও করতে পারতেন না, সেই তিনিই একসময় ভাবতে শুরু করেন– ‘আজ যদি শুট না থাকত!’ তিতাস আরও জানিয়েছেন, কাজের ব্যস্ততার ফাঁকে কখনও কখনও এমনও হয়েছে, শুটিংয়ের আগের দিন কাউকে না পেলে তড়িঘড়ি তাকে ডেকে নেওয়া হয়েছে। কিন্তু তাই বলে অভিনয়ের ক্ষেত্রে কখনও ত্রুটি রাখেননি তিনি। এইসমস্ত চিন্তাধারাই তাকে অভিনয় জগতের বাইরে নিয়ে আসে।

কাজ কম পেলেও তিতাসের অভিনয়ের প্রশংসা মানুষ করেছে, আর এই উপলব্ধিটাই অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাই পরবরতিতে নিজেকে নিয়ে কখনও প্রচার করেনি। তাই ইন্ডাস্ট্রি নিয়ে তার মনে কোনও আক্ষেপ নেই।

এমনকি কাজ না করা নিয়ে কোনও অনুশোচনা তার নেই, বরং নিজের বর্তমান জীবন মন দিয়ে উপভোগ করছেন তিনি। অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেই তিতাসের দাবি। তবে ভবিষ্যতে সত্যিকারের ভালো কোনও কাজ এলে ভেবে দেখবেন অভিনেত্রী।