রাত ৮ টা বাজলেই টিভির পর্দার সামনে দর্শক মুখিয়ে থাকতেন তাদের প্রিয় ধারাবাহিক মোহরের জন্য। একটি এপিসোডও মিস করতে চাইতেন না মোহর -শঙ্খের অনুরাগীরা। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
মোহর -শঙ্খের অভিনয়ের পাশাপাশি তাদের রসায়ন ও মান-অভিমানের পালা বেশ এনজয় করত দর্শক। কিন্তু এই জনপ্রিয় ধারাবাহিক এবার নয়া মোড়। শুধু কাহিনী পাল্টে যাচ্ছে তা নয় বদলে গেল সময়। রাত ৮ টার পরিবর্তে দুপুর ২ টোয় টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক। কিন্তু কেন? হঠাৎ এত জনপ্রিয়তা অর্জনকারী ধারাবাহিককে সন্ধ্যের পরিবর্তে দুপুরে আনা হচ্ছে।
আসল রহস্যটা হল। মোহরের জায়গায় আনা হল নতুন ধারাবাহিক “বরণ”কে। একসময় টিআরপির টপার ছিল মোহর। তাদের খুনসুটি-প্রেমপর্ব ভালোই জমে গিয়েছিল টিভির পর্দায়। কিন্তু রাহুলের স্যারের এন্ট্রিতে মুখ থুবড়ে পরে ধারাবাহিকের টিআরপি। তবে ফ্যান পেজের দিক থেকে দেখলে চরিত্রে মোহরের জনপ্রিয়তা কিন্তুু কমে যায়নি।
আসলে গল্পের রসায়নে কিছুটা ফিকে পড়ে গিয়েছিল। মোহর- শঙ্খকে আবার মিলিয়ে দিলেও টিআরপি কিছুই উপকার আসেনি চ্যানেল কর্তৃপক্ষের। হয়তো তার জন্যই গল্পে টুইস্ট আনতে চাইছেন পরিচালক। তাই ছাত্রী মোহরের জীবনে এবার পাল্টে দেখানো হবে কলেজে শিক্ষিকার প্রতিবাদী কাহিনী। আর তার জন্যই মোহরে সময় পাল্টে আনা হচ্ছে দুপুর ২ টোয়।
প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছেন মোহরের ভক্তরা। মোহরের ধারাবাহিকের নতুন মোড় দর্শকের পছন্দ হলেও তারা মোহরের সময় পাল্টানো মেনে নিতে পারছে না। কারণ দুপুরে সবাই ব্যস্ত থাকে তাই সেই সময় ধারাবাহিক আনলে কখনোই টিআরপিতে আসবে না। ঠিক একইভাবে প্রথমা কাদম্বিনীর মতো একটি ধারাবাহিক দুপুরের স্লটে রাখায় কদর পেল না।