জি বাংলার নতুন শো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শকের মধ্যে। ১৪ই ফেব্রুয়ারি থেকে সম্প্রচার হচ্ছে অপরাজিতা আঢ্য অভিনীত এই সিরিয়াল। প্রথমদিকে চ্যানেলের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে। কিন্তু আচমকাই সময় পরিবর্তন। কিন্তু কেন?
‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’টি সন্ধ্যা ৬টায় বদলে সম্প্রচার হবে রাত সাড়ে আট-টার স্লটে। অর্থাৎ এই ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’কে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি চার্টে ‘অপরাজিতা অপু’ একদম কম রেটিং পেয়েছে। টাইম স্লট হারানোয় মন খারাপ ‘অপরাজিতা অপু’র ভক্তদের। টাইম স্লট হারিয়ে এই সিরিয়াল কোন স্লটে আসছে তা এখনও চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি।
প্রথমে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালকে সন্ধ্যা ৬টায় দেওয়া হয়েছিল। যেখানে এই সিরিয়াল স্টার জলসার শান্টু-পূর্ণা জুটিকে টেক্কা দিত। কিন্তু TRP-র তালিকায় দিনের পর দিন রাত সাড়ে আট-টার স্লটে স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকে রেটিং ক্রমাগত বেড়েই চলেছে। হয়তো এর জন্যই শন-সৃজলার টক্কর দিতেই চ্যানেল কর্তৃপক্ষ এই সিধান্ত নিয়েছেন।
সূত্রঃ bangla . hindustantimes.com/entertainment/laxmi-kakima-superstar-to-replace-aparajita-apu-fans-has-mix-reaction-31644242089414.html