সদ্য শেষ হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘মোহর’। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরই ধারাবাহিক শেষ করে দেওয়া হয়। ধারাবাহিক শেষ হওয়ার বেজায় মন খারাপ ‘মোহর’ ভক্তদের। কিন্তু প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন আরও একটি ধারাবাহিক স্টার জলসার ‘খড়কুটো’য়।
এক সাক্ষাৎকারে লেখিকা জানান, ” খড়কুটো ধারাবাহিকে প্রয়াত অভিনেতা জায়গায় নতুন কাউকে আনা হবে না বরং চিত্রনাট্য এমনভাবে সাজানো হবে যে সেই চরিত্র উপস্থিত থাকবে না”। এসবের মাঝে আচমকাই সময় পরিবর্তন করা হল ‘খড়কুটো’ ধারাবাহিকের। TRP কম থাকায় আগেই সন্ধ্যের স্লট পরিবর্তন করে এই ধারাবাহিককে দুপুর আড়েইটেয় দেওয়া হয়েছিল। তবে ধারাবাহিক ‘মোহর’ শেষ হওয়ায় ফের টাইম স্লট পরিবর্তন করে দুপুর ২ টো’য় আনা হল খড়কুটো। কেন এই পরিবর্তন? তাহলে মোহরের পর কি “খড়কুটো’র বিদায়ের পালা?
গোপন সূত্রের খবর অনুযায়ী, খড়কুটো’ ধারাবাহিকও আর বেশিদিন টানবেন না নির্মাতা। খুব জলদি হয়তো বন্ধ হয়ে যেতে পারে তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিক। সম্ভবত তৃণা’র সন্তান জন্মের পরই ইতি টানবে নির্মাতারা। যদিও এই ব্যাপারে এখনও মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষ। তাই অফিশিয়ালি জানানো না পর্যন্ত কোনও কিছুই স্পষ্ট নয়।
View this post on Instagram