সপ্তাহ ধরে টানটান পর্ব! দেড় বছর পরেও ‘মিঠাই’ ধারাবাহিকের এপিসোড ঘিরে মুগ্ধ দর্শক, ‘এর জন্যই মিঠাই সেরা’, বলছেন অনুরাগীরা

মিঠাই

বাংলার যেকোনো ধারাবাহিকের ক্ষেত্রে এক বছর বেশি পুরনো হলে টিআরপি ধরে রাখা খুব কঠিন। ধারাবাহিক যত পুরনো হয় ততই গল্পে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে। আর দর্শকের সংখ্যা কিন্তু কমতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিচার করা হয়, তাহলে বলতেই হয় ‘মিঠাই’ ধারাবাহিক ব্যতিক্রম। কারণ আজও এই ধারাবাহিক নিয়ে চলছে মাতামাতি।

মিঠাই

২০২১ সালের মাসের প্রথমে শুরু হয়েছিল মিঠাইয়ের যাত্রা। দেড় বছর বেশি সময় ধরে টিভির পর্দায় সাফল্যের সঙ্গে সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক। মাঝেমধ্যে একঘেয়েমি গল্পের জন্য দর্শক মুখ ফিরিয়ে নিলেও তাদের ফিরিয়ে আনার ম্যাজিকটা মিঠাইয়ের জানা। যেমন ধরুন এই সপ্তাহটি। টানা সপ্তাহ ধরে চলছে টানটান পর্ব। বলাই বাহুল্য মোদক পরিবারের বন্ধন আর সদস্যদের অভিনয় যেন তাক লাগিয়ে দিয়েছে। এই সপ্তাহে মিঠাই ধারাবাহিকে প্রত্যেকটি এপিসোডের প্রশংসা জানিয়েছেন দর্শক, আর সাথে তো রয়েছেই ফ্যানদের সাপোর্ট।

মিঠাই

চলতি সপ্তাহে মিঠাই ধারাবাহিক থেকে চোখ ফেরাতে পারেননি কেউ। তাই এই সপ্তাহে টিআরপি যে মিঠাই সেরা হবে তা বলার অপেক্ষা রাখে না। আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু অভিনয় ছাড়াও প্রত্যেকের অভিনয় দুর্ধর্ষ ছিল। সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে প্রশংসার ঝড়। যারা মিঠাই ধারাবাহিকের ফ্যান নয় তারাও কিন্তু এই সপ্তাহে চোখ ফেরাতে পারেননি। এর জন্যই হয়তো মিঠাই ভক্তরা বলে থাকেন, ‘বাংলার সেরা ধারাবাহিক মিঠাই’।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here