‘প্রচুর মারধর করা হত …বাড়ির বাইরে বের করে দেওয়া হতো’, অতীতে কথা শেয়ার করলেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

বাংলার জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। তার গানে মুগ্ধ আট থেকে আশি। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসা’ গান গেয়ে জাতীয় পুরস্কার পান। একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি।

তবে সম্প্রতি একটি পডকাস্ট চ্যানেলে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা ভাগ করে নেন। তবে তিনি এক কথাগুলো সকলের সামনে শেয়ার করবেন তা কল্পনা করতে পারেনি ইমন।

ইমন জানান একসময় তাকে প্রচুর অত্যাচার করা হয়েছে। এমন মার খেয়েছেন গায়িকা যা তিনি কখনো ভুলতে পারবেন না। ইমন বলেন, ‘আমার পিঠে অসংখ্য স্কেল ভাঙ্গা হয়েছে। সেটা আমি কোনদিনই ভুলতে পারবো না। প্রায় দিনই বাড়ির বাইরে বের করে দেওয়া হতো।’

তবে এটা ইমনের সাথে শৈশবের ঘটনা। সেই মজার গল্পই পডকাস্ট শোতে এসে ভাগ করেছেন তিনি। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি প্রচুর মার খেয়েছি। আমার পিঠে প্রচুর স্কেল ভাঙ্গা হয়েছে। আর সেটা আর কেউ নয় আমার শিক্ষক রাজকুমার। এমন মারতো আমি একবার ভয়ের চোটে দাদরা তালকে বলে দিয়েছিলাম আটমাত্রা। এমন মার মেরেছে সেই মারগুলো যদি আমি না খেতাম তাহলে আমার গায়িকা হওয়া হত না। মায়ের কাছে তো খেয়েইছি রাজুদার কাছেও খেয়েছি তার সাথে। রোজই ঘরের বাইরে বের করে দিয়ে কান ধরে দাঁড় করিয়ে দিত, উঠবস করাতো।’ তার আজ সাফল্যের পিছনে অবশ্যই কৃতজ্ঞতা জানান ইমন।

সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/singer-iman-chakraborty-opens-up-about-the-dark-days-of-her-life-31962