
সকাল থেকে টেলিপাড়ায় একের পর এক বিয়ে ভাঙার খবর। আপনাদের আমরা জানিয়েছিলাম অভিনেতা সায়ক চক্রবর্তীর বৌদি অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা রায় তার স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।
তার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক দম্পতির ঘর ভাঙার খবর সামনে এলো। দুজনেই বাংলা সিরিয়ালের চেনা মুখ। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী দীপ্সিতা মিত্র এবং অভিনেতা কৌশিক চক্রবর্তী। কিন্তু সেই দাম্পত্য জীবন বেশিদিন টিকল না।
বিয়ের তিন বছরের মাথায় ডিভোর্সের পথে হাঁটলেন দীপ্সিতা-কৌশিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী দীপ্সিতা তার বিবাহ বিচ্ছেদের খবর ভাগ করে নেন। অভিনেত্রী লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, কৌশিক ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই। বিয়েটা টিকিয়ে রাখার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করার সত্ত্বেও, আমাদের আশা অনুযায়ী কিছু হয়নি। এই সিদ্ধান্তটা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়েছে, আমাদের ভালোবাসা এবং স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি যে আপনারা এই সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। অনুগ্রহ করে অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন। আমরা আলাদা ভাবে নতুন পথ চলা শুরু করছি, কিন্তু এখনও আমরা ভবিষ্যতের জন্য আপনাদের ভালোবাসা এবং শুভকামনা কামনা আশা করি। আপনারা পাশে থাকুন।’
‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর সম্পর্কের শুরু। এরপর বিয়ে করেন তবে টিকল না সেই সম্পর্ক।