‘কৃষ্ণকলি’ তে মিলেছিল তুমুল জনপ্রিয়তা! পর্দা থেকে তিন বছর দূরে, কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী শর্বরী মুখার্জি?

শর্বরী মুখার্জি

অনিশ্চয়তা ভরা অভিনয় জীবনে কে কখন ছিটকে যাবে সেকথা সত্যি বলা মুশকিল। এমন অনেকেই আছেন যারা একসময় পর্দায় চুটিয়ে কাজ করলেও বর্তমানে তাদের দেখা মেলে না পর্দায়। তেমনই একজন অভিনেত্রী হলেন শর্বরী মুখার্জি।

বাংলা ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনেত্রীকে সকলে একনামেই চেনেন। তবে বেশ কয়েক বছর হল অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে। বর্তমানে যদিও রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন অভিনেত্রী।

তবে টেলিভিশনের পর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন শর্বরী? সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে শর্বরী জানিয়েছিলেন, টেলিভিশনের পর্দায় তাকে দেখা না গেলেও অভিনেত্রীর নিজস্ব একটা থিয়েটার দল আছে। সেই নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সেই দল নিয়ে বিভিন্ন জায়গায় নাটকের শো করতে যান তিনি।

দীর্ঘ তিন বছর ছোটপর্দা থেকে দূরে থেকে অবশেষে সান বাংলায় একটি প্রোজেক্টে কাজ করছেন বর্তমানে। আপাতত সেই ধারাবাহিকের নাম তিনি উল্লেখ করেননি।