বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী। প্রায় তিন বছর হয়ে গেল ছোটপর্দায় দেখা মেলেনা এই জুটির। পর্দার আড়ালে বাস্তবে চুটিয়ে সংসার করছেন এই জুটি। তবে ছোটপর্দা থেকে তাদের বিরতির কারণ নিয়ে দর্শকমনে অনেকদিন ধরেই প্রশ্ন জমেছে।
অভিনয় যাত্রায় দুজনেই সফলতা পেলেও কেন টিভির পর্দা থেকে দূরে রুদ্রজিৎ-প্রমিতা। তবে সমাজমাধ্যমে দুজনেই ব্লগিং এবং কনটেন্ট তৈরিতে মন দিয়েছেন এই জুটি। তাহলে কি টেলিভিশনের পর্দায় আর দেখা যাবে না জুটি কে?
এই জল্পনায় হল ঢেলে এবার খুশির খবর দিলেন তারকা দম্পতি। শোনা যাচ্ছে, জি-বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’র হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরছেন রুদ্রজিৎ-প্রমিতা।
গল্পে পল্লবী শর্মা ওরফে ‘রুপমঞ্জুরি’র ছোট বোন ‘লতা’ চরিত্রে দেখা যেতে পারে প্রমিতাকে। অন্যদিকে রুদ্রজিৎকে দেখা যেতে পারে গল্পের নায়ক গরা’র বড় দাদার চরিত্রে। রুদ্রজিতের চরিত্রের নাম এখনও জানা যায়নি।
বহুদিন পর টিভির পর্দায় রুদ্রজিৎ-প্রমিতা কি আবারও দর্শকের মন জিতে নিতে পারবে? উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।

