দুঃসংবাদ! একসাথে শেষ হতে চলেছে স্টার জলসার তিনটি জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ অনুরাগীদের

স্টার জলসা

ইতিমধ্যেই আপনারা জানেন স্টার জলসার শুরু হতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। মধুমিতা সরকার এবং রনিতা দাসের ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে সম্প্রচার হয়েছে পর্দায়। শোনা যাচ্ছে আরও বেশ কিছু ধারাবাহিক আনতে পারে স্টার জলসা।

নিয়ম অনুযায়ী নতুন ধারাবাহিকের আগমনে জায়গা ছেড়ে দিতে হয় পুরনো ধারাবাহিকগুলিকে। তাহলে কোন কোন ধারাবাহিক বিদায় নিতে পারে পর্দা থেকে? সূত্রের খবর অনুযায়ী, নাম উঠে এসেছে তিনটি মেগার, যা জানলে মন খারাপ হবে আপনারও।

কারেন্ট বস ইউটিউব চ্যানেলের সূত্রের দাবি গীতা এলএলবি ধারাবাহিকের টিআরপি একেবারেই কমে গিয়েছে তাই চ্যানেল চাইছেন এই ধারাবাহিক বন্ধ করে দিতে। এছাড়াও আগামী দিনে নতুন ধারাবাহিকের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে কথা এবং শুভ বিবাহ ধারাবাহিক-কে। দুটি ধারাবাহিকের ভক্তদের মন ভেঙেছে এই খবর সামনে আসার পর।