মাথায় পাগড়ি পরা এই তরুণ এখন টেলিপাড়ার জনপ্রিয় নায়ক, চিনতে পারলেন?

অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়

ছবিতে মাথায় পাগড়ি পরা এই ছেলেটি বর্তমানে বাংলা টেলিভিশনের নায়ক। টলিউডের চেনা মুখ। ফিল্মি পরিবারেই মানুষ হয়েছেন তিনি বর্তমানে বাংলা সিরিয়ালের নায়ক হলেও তিনি বড়পর্দা-ওয়েব সিরিজের পরিচিত মুখ।

টলিপাড়ার নায়িকার সাথেই সেরেছেন দ্বিতীয়বার বিয়ে। প্রথম বিয়ে হলেও ডিভোর্স হয়ে যায়। তার প্রথম স্ত্রীও একজন জনপ্রিয় নায়িকা। পারলেন চিনতে?

ছবিতে তরুণ অভিনেতা হলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, উত্তম কুমারের নাতি। বর্তমানে স্টার জলসার ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। গৌরব নিজেই এই ছবিটি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন।

গৌরব চট্টোপাধ্যায়
ছবি: আনন্দবাজার

ছবি শেয়ার করে গৌরব লেখেন, “আমাদের প্রজন্মের পরিবারের সদস্যরা যে নাট্য প্রদর্শনীতে অংশ নিয়েছিল, সেই অনুষ্ঠানের পর মঞ্চের নেপথ্যে তোলা একটি ছবি।”

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)