নির্দিষ্ট সময় মতো প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে টিআরপির চমক পরশুরাম ধারাবাহিক। বিগত দু সপ্তাহ ধরে টপারের স্থান হারিয়েছিল এই মেগা। তবে এবার ৭.১ রেটিং পেয়ে চলে গেল একেবারে ধরা ছোঁয়ার বাইরে।
গত সপ্তাহের টিআরপি টপার রাজরাজেশ্বরী রানী ভবানী নেমে এসেছে দ্বিতীয় স্থানে। রেটিং ৬.৬। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে চিরসখাও। গত সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেও ৬.৪ নম্বর পেয়ে ফের চতুর্থ স্থান দখল করে বাজিমাত করল পরিণীতা। তৃতীয় স্থানে জি বাংলার মেগা জগদ্ধাত্রী, রেটিং ৬.৫।
প্রথম- পরশুরাম আজকের নায়ক (৭.১)
দ্বিতীয়- রাজরাজেশ্বরী রাণী ভবানী । চিরসখা (৬.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৫)
চতুর্থ- পরিণীতা (৬.৪)
পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.২)
ষষ্ঠ– ফুলকি (৬.১)
সপ্তম– চিরদিনই তুমি যে আমার (৫.৯)
অষ্টম– আমাদের দাদামণি (৫.৪)
নবম– অনুরাগের ছোঁয়া । গৃহপ্রবেশ (৫.৩)
দশম– কথা (৪.৬)