বড় চমক! এবার বলিউডে নতুন প্রোজেক্টে খুদে অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী

অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী

বাংলা টেলিভিশনে বেশ কিছু খুদে সদস্যরা রয়েছে যারা নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে। তেমনি একজন হলেন ধৃতিষ্মান চক্রবর্তী। আশাকরি এই খুদের নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।

মিঠাই ধারাবাহিকে মিঠাই আর আদৃতের ছেলে শাক্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পায় এই ছোট খুদে। এরপর বড়পর্দায়ও পা রাখে। তবে এবার বলিউডের নতুন প্রোজেক্টে পা রেখেছে এই খুদে।

শাক্য থুড়ি ধৃতিষ্মান নিজে সেই খবর শেয়ার করেছেন যে সে নতুন প্রোজেক্টের জন্য মুম্বাইয়ে গেছে। যদিও প্রোজেক্ট কিসের তা শেয়ার করা হয়নি।

তবে মুম্বাইয়ের জয়তী বাজাজের ইনস্টাগ্রাম থেকে শাক্য একটি ছবি শেয়ার করা হয়েছে। আর সেখান থেকে অনুমান করা যাচ্ছে কোনও বিজ্ঞাপনের শুটেই হয়তো মুম্বাইয়ে পা রেখেছে শাক্য। যদিও এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি প্রোজেক্টের বিষয়ে।