বর্তমানে ফুলকি ধারাবাহিকে পুলিশ অফিসার অংশুমানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ফাহিম মির্জা। গল্পে তার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও এবার একটি অন্য ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে তাকে। সেই খবর আপনাদের আগেই জানিয়েছিলাম। সেক্ষেত্রে তিনি আর ফুলকি ধারাবাহিকে অভিনয় করবেন কিনা সেটা এখন প্রশ্নের বিষয়।
আকাশ আট চ্যানেলে বেশকিছুদিন ধরে সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’। তিন নায়িকা নিয়ে ধারাবাহিকের গল্প। তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী স্নেহা দেব। যিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যের বোন তিস্তা চরিত্রে অভিনয় করেছিলেন।
‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’ ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে স্নেহার যেই ছেলেটিকে ভালবাসত তার অন্য জায়গায় বিয়ে হচ্ছে এবং গল্পে স্নেহার বিপরীতে একটি নতুন নায়কের আগমন হচ্ছে। ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’ ধারাবাহিকের স্নেহা দেবের বিপরীতে এই নতুন নায়ক হল ফাহিম। এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন ফাহিম আর স্নেহা। এবার দেখার বিষয় তাদের জুটি দর্শকের মন জয় করতে পারে কিনা?
View this post on Instagram