বাংলা টেলিভিশন পর্দায় এখন সেরা জুটিগুলির মধ্যে হল সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের জুটি। কথা ধারাবাহিকের হাত ধরেই এই জুটি দর্শকের এতটাই প্রিয় হয়ে উঠেছে যে তারা চাইছেন সুস্মিতা আর সাহেব বাস্তবেও প্রেম করুক।
বর্তমানে কথা ধারাবাহিক লিপ নিয়েছে। অন্যরকম গল্প দেখানো হচ্ছে। আর তারই মাঝে অভিনেতা সাহেব ভট্টাচার্যের নতুন কাজের খবর সামনে এলো। তাহলে কি কথা ধারাবাহিক ছেড়ে দেবেন সাহেব?
না, কথা ধারাবাহিক ছাড়ছেন না। একটি অরিজিনাল ছবিতে দেখা যাবে সাহেবকে। ওটিটিতে আসছে নতুন প্ল্যাটফর্ম নাম ‘দরশু ওটিটি’। আর এই প্ল্যাটফর্মের আসছে নতুন অরিজিনাল ছবি ‘ডিভাইন জাস্টিস’। যার পরিচালনার দায়িত্বে থাকবেন সাহেব ভট্টাচার্য।
সাহেবের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে। যিনি ছোটপর্দায় ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এই প্রথম জুটি বাঁধতে চলেছেন তারা। ছবিতে সাহেবের চরিত্রের নাম অনিন্দ্য আর অনুষার চরিত্রের নাম রাধিকা।