ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। যিনি ‘তুঁতে’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজি চরিত্রে তাকে দেখা গিয়েছে।
বহুদিন আগেই বড়পর্দায় পা রেখেছেন অনন্যা গুহ। তবে এবার ওয়েব সিরিজে ডেবিউ করছেন। হই চই সিজেন সিজেন ৭-এ দেখা যাবে তাকে।
অনেকেই হয়তো জানেন জনপ্রিয় ইউটিউব ব্লগার সুকান্ত দাসের সঙ্গে প্রেম করছেন। এবার প্রেমিকের সঙ্গেই জুটি বেঁধে ওয়েব সিরিজে পা রাখছেন অনন্যা। তার প্রেমিকও এই প্রথম অভিনয়ে পা রাখছেন।

