বড় চমক! এবার পর্দায় হিয়া হয়ে ফিরছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়

অভিনেত্রী সোহিনী গুহ রায়

বাংলার ছোটপর্দার হাত ধরেই জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। যিনি ‘ময়ূরপঙখী’, ‘ভাগ্যলক্ষ্মী’, ‘গঙ্গারাম’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকের অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন। মনকি বলিউড থেকেও থেকেও তার ডাক এসেছিল।

‘গঙ্গারাম’ ধারাবাহিকে টায়রা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তবে এরপর তাঁকে আর পদায় দেখা যায়নি। তাই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষারত তাদের প্রিয় সোহিনীকে পর্দায় দেখার জন্য।

বাংলা সিরিয়ালে আবার কবে তাকে দেখা যাবে তা জানা যায়নি। তবে এবার একটি নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন সোহিনী। বড়পর্দায় তো অনেক আগেই পা রেখেছেন তবে এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন তিনি।
 সিরিজ়ের নাম ‘@ফলোয়ার্স’। সিরিজের প্রথম লুক সামনে এসেছে। জানা যাচ্ছে, অভিনেত্রীর চরিত্রের নাম ‘হিয়া’। ওয়েব সিরিজে  সোহিনী বললেন, ‘গল্পটা খুবই প্রাসঙ্গিক। সমাজমাধ্যম আমাদের জীবনের অংশ। কিন্তু সেটা আশীর্বাদ না কি অভিশাপ, তা আমাদের উপরেই নির্ভর করে। আমি আশাবাদী, দর্শক সিরিজ়টা পছন্দ করবেন।’