এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে শুভজিৎ এর প্রেমিকা

শুভজিৎ চক্রবর্তী

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, অন্তিম পর্যায়ে চলছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। আগামী শনি রবিবারই এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বাঙালি প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী।

শুভজিৎ এর পাশাপাশি এবার মঞ্চের এসে উপস্থিত হলেন তার প্রেমিকা সুকন্যা ওরফে স্নেহা। এর আগেই প্রেমিকার ছবি পোস্ট করে ভালোবাসার সম্পর্কের কথা জানিয়েছিলেন শুভজিৎ।

এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকদের সঙ্গে মা, ভাই এবং প্রেমিকা স্নেহার আলাপ করিয়ে দেন শুভজিৎ। গায়কের প্রেমিকাকে দেখে একপ্রকার অবাকই হয়েছেন বিচারকরা। স্নেহার সম্পর্কে অনেক কথাও জিজ্ঞাসা করেন শ্রেয়া ঘোষাল।

এরপর মঞ্চে উঠে সুকন্যা- শুভজিৎ-এর গালে অটোগ্রাফ দেন শ্রেয়া ঘোষাল। বলেন, ‘নজর না লাগে তুমহে অউর তেরি পেয়ারিসি সুকন্যা কো…।’

এদিন প্রেমিকা সুকন্যাকেও শুভজিৎ সম্পর্কে বলে, এর আগে শুভজিৎ অডিশনে বাদ পড়েছিলেন বলেই এবার আর অডিশন দিতে আসতে চাননি, সুকন্যা জোরকরেই অডিশন দিতে পাঠিয়েছিলেন। এই রিয়েলিটি শোয়ের মঞ্চে গান গাইতে পেরে তার সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে। এদিন মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন।