‘তিতলি’ ধারাবাহিকের বহু বছর পর সান বাংলার ধারাবাহিক ‘ভিডিও বৌমা’র হাত ধরে পর্দায় ফিরেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। আরিয়ানের ফেরার খবরে খুশি হয়েছিলেন তার অনুগামীরা। তবে খুব বেশিদিন পর্দায় সেই ধারাবাহিক চলেনি।
টলিপাড়ার অন্দরের খবর, ধারাবাহিক শেষ হতেই নতুন প্রোজেক্টে ফিরছেন আরিয়ান । এবার তার নায়িকা নাকি ‘গাঁটছড়া’র খ্যাত শ্রীমা ভট্টাচার্য। হ্যাঁ, আরিয়ান এবং শ্রীমার নতুন রসায়ন নিয়ে আসছে নতুন গল্প।
তবে বলে রাখি, এই গল্প ছোটপর্দার নয়, বড়পর্দায় আসছে নতুন ছবি। যার মুখ্য চরিত্রে আরিয়ান আর শ্রীমা। প্রেমের গল্প হলেও থাকবে টুইস্ট। ছবিতে আরিয়ান আর শ্রীমা ছাড়াও থাকবে টলিপাড়ার বহু জনপ্রিয় মুখ। ইতিমধ্যে শুটিং চলছে এই ছবির। এবার দেখার বিষয় এই নতুন জুটি বড়পর্দার দর্শকের মন জয় করতে পারে কিনা।

